1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৬ জুন ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কলাবাগান থেকে উদ্ধার রক্তাক্ত মরদেহের পরিচয় মিলেছে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে তিনগাড়ির ত্রিমুখী সংঘর্ষে আহত যুবকেরও মৃত্যু পলাশে বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩ বেলাব-মনোহরদী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জুয়েলের গণসংযোগ দেশে চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৪৯ জন হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যু পলাশে আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালী ও সভা অনুষ্ঠিত পাঁচদোনা-ঘোড়াশাল সড়কে তিন গাড়ির সংঘর্ষ, নিহত ১ শিশু, আহত ১০ মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান

মনোহরদীতে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ৭ মে, ২০২৫
  • ৩৬৮ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. শাহিন মিয়া(৩৫) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার(০৭ মে) সকালে উপজেলার একদোয়ারিয়া ইউনিয়নের চঙ্গভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শাহিন মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের নারান্দি গ্রামের মো. কামাল উদ্দিনের ছেলে ।

আহতরা হলো-শিবপুর উপজেলার আশ্রবপুরের মাইন উদ্দিনের ছেলে কাউছার(৩২),একই এলাকার জসিম উদ্দীনের ছেলে বিজয়(২৫) এবং মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকার নিরঞ্জনের ছেলে শান্ত(২০)।

পুলিশ ও স্থানীয়ারা জানায়, নরসিংদী থেকে মনোহরদীর হাতিরদিয়া অভিমুখে যাওয়া একটি প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে শাহিন গুরুতর আহত হলে চিকিৎসার জন্য শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুজ্জামান জানান, নিহতের লাশ তার বাড়িতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান আছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT