নিজস্ব প্রতিবেদক : সামাজিক, মানবিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে কাজ করে যাওয়া সংগঠন ‘খিদমতুল উম্মাহ ফাউন্ডেশন নরসিংদী-এর প্রথম ২ বছর মেয়াদের কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ফাউন্ডেশনের কেন্দ্রীয় দিকনির্দেশনা ও নীতিমালার আলোকে গঠিত এই কমিটিতে নরসিংদী জেলার বিভিন্ন উপজেলা ও এলাকার উদ্যমী, সচেতন ও সমাজসেবামূলক কাজে নিয়োজিত তরুণদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা সমাজ উন্নয়ন, দুঃস্থ সেবা, ইসলামী দাওয়াহ ও শিক্ষা খাতে কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
গঠিত ১৪ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি- মোঃ আনোয়ার পারভেজ খানা, সহ-সভাপতি – মোঃ শাহজাহান মিয়া সহ-সভাপতি (২য়) মোঃ কাউছার হোসেন, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শরিফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ নাহিদ সরকার সহ-সাংগঠনিক সম্পাদক- আ: রহমান (জিহাদী), দপ্তর সম্পাদক মোঃ শহিরুল ইসলাম কেহলালী অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মিরাজুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মোঃ মানিক মিয়া, সমাজকল্যাণ সম্পাদক মো: সানি ইসলাম, স্বাস্থ্য পরিষেবা সম্পাদক মাও: হাসান আলী, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সেলিম ভূঁইয়া
এই কমিটি ফাউন্ডেশনের আদর্শকে অনুসরণ করে নরসিংদী জেলায় সমাজসেবামূলক কার্যক্রম, দীনী শিক্ষা প্রসার, দুঃস্থ সহায়তা, রক্তদান এবং সচেতনতামূলক কর্মসূচি পরিচালনার মাধ্যমে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখবে।