এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় নদী দূষন ও অবৈধ বালু উত্তোলন বন্ধে এবার ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহন করেছে রায়পুরা উপজেলা প্রশাসন। “Stop River Pollution, Save Lives” প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়ে গেলো ‘রায়পুরা মেঘনা সুইম ২০২৫’ এর সাঁতার প্রতিযোগিতা।
শনিবার (১৯ এপ্রিল) রায়পুরা রানার্স কমিউনিটি ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে ৩ টি ক্যাটাগরীতে দিনব্যাপী এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনটি ক্যাটাগরির মধ্যে ৫ কিলোমিটার সাঁতারে ২২ জন, ২ কিলোমিটারে ২৭ জন এবং ৭৫০ মিটারে ৭ জন সহ সর্বমোট ৫৫ জন সাঁতারু অংশ নেয়।
রায়পুরা রানার্স কমিউনিটির ফাউন্ডার সবুজ শিকদারের নেতৃত্বে সাঁতারুদের নিরাপত্তায় ১০টি নৌকায় মোট ৪৫ জন স্বেচ্ছাসেবী সার্বক্ষনিক কাজ করেছে।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে সকালে পান্থশালা এলাকায় স্টার্টিং পয়েন্টে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল, রায়পুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরিদ উদ্দিন, রায়পুরা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তৌফিকুল হক, রাযপুরা সাংবাদিক ফোরামের সভাপতি হারুণ অর রশিদ, রায়পুরা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহাসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।
সাঁতার প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে ছিলো রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাব, রায়পুরা প্রেসক্লাব ও রায়পুরা সাংবাদিক ফোরাম।