1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৫ জুন ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচদোনা-ঘোড়াশাল সড়কে তিন গাড়ির সংঘর্ষ, নিহত ১ শিশু, আহত ১০ মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান ইউনিটি ফর সোসাইটি’র উদ্যোগে শিবপুরে খড়িয়া গণ পাঠাগারের উদ্বোধন রায়পুরায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু শিবপুরে বাস ও বিভাটেকের মুখোমুখি সংঘর্ষ, স্ত্রী নিহত স্বামী গুরুতর আহত চর আড়ালিয়া ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি মামুন এবং সাধারণ সম্পাদক সবুজ রায়পুরায় গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্রী তাফসিরার মৃত্যু পলাশে গণসংযোগে ব্যস্ত সময় পার করলেন মঈন খান

রায়পুরায় ইউপি সদস্যকে হত্যা চেষ্টা, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন 

Reporter Name
  • প্রকাশিতঃ শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৯১ বার
module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (0.2847222, 0.2847222); ?modeInfo: ; ?sceneMode: 32768; ?cct_value: 0; ?AI_Scene: (-1, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (0.2847222, 0.2847222); modeInfo: ; sceneMode: 32768; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় প্রশাসনের নিকট নিজের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে প্রতিপক্ষের ছোড়া গুলিতে আহত মো: কাজল মিয়া নামে এক ইউপি সদস্য। তাকে হত্যা চেষ্টায় পরপর তিনবার তার উপর গুলি চালায় দুর্বৃত্তরা। সেই সাথে ওই ইউপি সদস্যের বাড়িতে একাধিকবার ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।

শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার অলিপুরা ইউনিয়নের বোয়ালমারা এলাকায় ইউপি সদস্যের নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ভুক্তভোগী কাজল মিয়া।

লিখিত বক্তব্যে তিনি বলেন, এলাকায় আধিপত্য বিস্তার লাভ করতে প্রভাবশালী একটি গোষ্ঠি দীর্ঘদিন যাবত নানান ভাবে হুমকি ও হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছে। ওই গোষ্ঠির বিরুদ্ধে প্রতিবাদ করতে যাওয়ায় পরপর তিনবার গুলি করে হত্যা চেষ্টা করা হয়। এসব ঘটনার পর এলাকার সকল মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে। তাদের কারনে এখন ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, হামলার ঘটনায় বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর করা হয়েছে, ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে। প্রতিপক্ষের ছোঁড়া গুলিতে গুরুতর আহত হয়ে অবস্থায় দীর্ঘ দুই মাস হাসপালে চিকিৎসা নিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। এমতাবস্থায় আবারও আমাকে হত্যার জন্য উঠে পড়ে লেগেছে তারা। তবে প্রশাসন আমাকে খুব ভালো সহযোগীতা করে আসছে। এসব ঘটনায় কয়েকটি মামলা করা হলেও আসামিরা এখনো রয়েছে ধরাছোঁয়ার বাইরে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে বক্তারা দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করেন। পাশাপাশি তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন,  উক্ত ঘটনায় মামলা হয়েছে, আসামি ধরতে তৎপর রয়েছে পুলিশ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT