1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৫ জুন ২০২৫, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান ইউনিটি ফর সোসাইটি’র উদ্যোগে শিবপুরে খড়িয়া গণ পাঠাগারের উদ্বোধন রায়পুরায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু শিবপুরে বাস ও বিভাটেকের মুখোমুখি সংঘর্ষ, স্ত্রী নিহত স্বামী গুরুতর আহত চর আড়ালিয়া ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি মামুন এবং সাধারণ সম্পাদক সবুজ রায়পুরায় গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্রী তাফসিরার মৃত্যু পলাশে গণসংযোগে ব্যস্ত সময় পার করলেন মঈন খান নরসিংদীর বেলাবতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ নিহত ১, ১১ পুলিশ সদস্যসহ আহত ২০

দলবদ্ধ ধর্ষণের শিকার দুই ছাত্রী, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনে ২৪ ঘন্টার আল্টিমেটাম ও ডিসি অফিস ঘেরাও হুশিয়ারি

Reporter Name
  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২১৮ বার

এম.আজিজুল ইসলাম : নরসিংদীর রায়পুরার চর আড়ালিয়ায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া দুই স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে ধর্ষকদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে চরআড়ালিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগন’র ব্যানারে এলাকার নানা শ্রেণি পেশার পাঁচ শতাধিক মানুষের অংশগ্রহনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আসামিদের গ্রেপ্তারে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চরআড়ালিয়া ইউনিয়নে দুই ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের মতো ঘটনা অতিতে আর ঘটেনি। স্থানীয় শাসকদের দুর্বলতার কারনে এই এলাকায় এমন ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে। এ ছাড়াও এলাকায় অস্ত্রের ঝনঝনানি বেড়েছে। ঘরে ঘরে অস্ত্র ছড়িয়ে আছে।

বক্তারা আরও বলেন, যারা দুই ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ করেছে, তাদেরকে দ্রæত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও ডিসি অফিস ঘেরাও করা হবে (জেলা প্রশাসকের কার্যালয়) ঘেরাওসহ আরও কর্মস‚চি নেওয়া হবে।

প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যায় দুই ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণে অভিযুক্তরা প্রভাবশালী ও দুই ছাত্রীর বাবা দরিদ্র। তাঁদের মামলা করার মতো সামর্থ্য নেই। তাই থানায় না গিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে বিচার চেয়েছিলেন তাঁরা। তবে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর গত বুধবার রাতে দুই ছাত্রীর বাবা রায়পুরা থানায় গিয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ২-৩ জনকে আসামি করে ২টি মামলা করেন।

দুই মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন, ইমরান মিয়া (১৯), রাজ্জাক মিয়া (২৫), আবদুর রহমান (২৭), ইস্রাফিল মিয়া (২৩), সাইফুল মিয়া (২৮), রমজান মিয়া (২২), কাইয়ুম মিয়া (২১) ও মুন্না মিয়া (২৩)।

মানববন্ধনে বক্তব্য দেন ব্যবসায়ী মো. আতাউর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জহিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী, এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাবিবুর রহমান ও প্রধান শিক্ষক আবু মুসা, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নূর আলম কাজী সহ আরও অনেকে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, দুই মামলার আসামিরা পলাতক। তারা গ্রেপ্তারের ভয়ে এলাকা ছেড়েছেন। পুলিশ ছাড়াও নানা আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা তাদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছেন। দ্রæতই তারা আইনের আওতায় আসবেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT