নিজস্ব প্রতিবেদক : গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে সারাদেশের মতো নরসিংদীতেও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় “NO WORK NO SCHOOL UNTIL THE GENOCIDE STOPS”—এই স্লোগানে নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাপ এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধন ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধনের পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শান্তিপূর্ণ এই কর্মসূচির কারণে সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও কলেজ কর্তৃপক্ষের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।
কলেজের অধ্যক্ষ ও নকশিসের সভাপতি ড. মশিউর রহমান মৃধার নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, প্রভাষক আব্দুল বাতেন, দেলোয়ার হোসেন ও এনামুল হক। ড. মশিউর রহমান বলেন, “গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা চালাচ্ছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। মানবিক দৃষ্টিকোণ থেকে বিশ্ববাসীকে এই আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”
পরে কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা জেলা শহরের জেলখানা মোড়ে অবস্থানরত অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। বিক্ষোভ মিছিলটি কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং পুরো জেলখানা মোড় জনসমুদ্রে রূপ নেয়। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ একটি বৈশ্বিক সচেতনতা কর্মসূচি, যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন মুসলমানরা।