মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সময়েও নরসিংদীতে মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জরুরি সেবা অব্যাহত রেখেছে নরসিংদী জেলা পরিবার পরিকল্পনা বিভাগ। শুক্রবার (৪ এপ্রিল) সকাল ১১টায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা সক্রিয়ভাবে সেবা দিয়ে যাচ্ছেন।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমদ এর নির্দেশ মোতাবেক নরসিংদী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক শাহীদুজ্জামান সাগর ও সহকারী পরিচালক দীন মোহাম্মদসহ সকলের আন্তরিক প্রচেষ্টায় জেলার পরিবার পরিকল্পনা বিভাগের সকল মা ও শিশু কল্যাণ কেন্দ্রে, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতেও জরুরি রোগী, সাধারণ রোগী, শিশু রোগী, গর্ভবতী মায়ের সেবা, নরমাল ডেলিভারি সেবা ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান অব্যাহত ছিল।
সেবা নিতে আসা অনেকেই জানিয়েছেন, ঈদের মতো দীর্ঘ ছুটির মধ্যেও জরুরি স্বাস্থ্যসেবা পেয়ে তাঁরা খুবই সন্তুষ্ট। এ সময় স্বাস্থ্যকর্মীরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করছেন বলেও জানান তারা।
সেবা নিতে আসা এক প্রসূতির স্বজন বলেন, ঈদের ছুটিতে আমরা ভেবেছিলাম হয়তো সেবা পাব না, কিন্তু এখানে এসে বিনামূল্যে চিকিৎসা ও প্রসবসেবা পেয়ে খুবই উপকৃত হয়েছি। স্বাস্থ্যকর্মীরা খুব আন্তরিকভাবে সেবা দিয়েছেন।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোঃ শাহীদুজ্জামান জানান, ঈদের ছুটি থাকা সত্ত্বেও ৯ দিনব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা চালু রাখা হয়েছে। আমরা প্রতিটি প্রসব বিনামূল্যে সম্পন্ন করেছি। সাধারণ স্বাস্থ্যসেবাও চালু ছিল। সবকিছু সার্বক্ষণিকভাবে মনিটর করা হয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে, ছুটিতেও যাতে কেউ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন।
স্বাস্থ্যসেবা নিতে আসা লোকজন এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ঈদের মতো বড় ছুটিতেও জরুরি স্বাস্থ্যসেবা চালু রাখার ফলে অনেক পরিবার উপকৃত হয়েছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা সকলের।