1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৬ জুন ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কলাবাগান থেকে উদ্ধার রক্তাক্ত মরদেহের পরিচয় মিলেছে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে তিনগাড়ির ত্রিমুখী সংঘর্ষে আহত যুবকেরও মৃত্যু পলাশে বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩ বেলাব-মনোহরদী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জুয়েলের গণসংযোগ দেশে চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৪৯ জন হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যু পলাশে আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালী ও সভা অনুষ্ঠিত পাঁচদোনা-ঘোড়াশাল সড়কে তিন গাড়ির সংঘর্ষ, নিহত ১ শিশু, আহত ১০ মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান

নরসিংদীতে তুচ্ছ ঘটনায় গলা কেটে জবাই করার চেষ্টা, ৪ জনকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ২৩৩২ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে নরসিংদী পৌর শহরের প্রাণকেন্দ্র হেমেন্দ্র সাহার মোড়ে ৪ জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহতদের ১ জনকে গলা কেটে জবাই করার চেষ্টা করে সন্ত্রাসীরা। ওই সময় তার গলার অর্ধেক অংশ কেটে ফেলে। স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে আহতদের সদর হাসপাতালে প্রাথমিক চিকৎসা শেষে মুমুর্ষ অবস্থায় ৪ জনকেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই সময় আইন শৃংখলা বাহিনির সদস্যরা ঘটনাস্থল থেকে একজনের কাটা আঙ্গুল উদ্ধার করেন।

আজ সোমবার (৩১ মার্চ) দুপুরে নরসিংদী পৌর শহরের প্রান কেন্দ্র হেমেন্দ্র সাহার মোড়ে এঘটনা ঘটে।

আহতরা হলো শহরের বানিয়ারসল এলাকার অটোর চালক রমজান মিয়া,তার ছেলে রিফাত, মুহিম ও সাঠিরপাড়া এলাকার ফয়সাল। এদের মধ্যে ফয়সালের গলা কেটে জবাই করার চেষ্টা করে সন্ত্রাসীরা। তার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আহত রিফাত জানিয়েছেন,অটো রিক্সা নিয়ে সে আর তার বাবা রমজান মিয়া যাত্রী নিয়ে বাসষ্ট্যান্ড যাচ্ছিল। অটো রিক্সাটি হেমেন্দ্র সাহার মোড়ে পৌঁছলে একটি মোটরসাইকেলের সাথে তাদের অটোর ধাক্কা লাগে। এ নিয়ে মোটরসাইকেল আরোহীর সাথে অটো চালক রমজান মিয়ার কথা কাটাকাটি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে মোটরসাইকেল চালক ও অটোচালকের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।

পরে মোটরসাইকেল চালক ফোন করে সন্ত্রাসীদের নিয়ে আসে। সন্ত্রাসীরা এসেই দা ছুরি চাপাতি দিয়ে এলোপাথারী অটোচালককে কুপাতে থাকে। ওই সময় তাদের বাঁচাতে স্থানীয়রা এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদেরকেও কুপিয়ে জখম করে। উপযুপুরি ধারালো অন্ত্রের আঘাতে ৪ জন মাটিতে লুটিয়ে পরে। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ৪ জনকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদের মধ্যে ফয়সাল নামে একজনের গলা কেটে ফেলে সন্ত্রাসীরা। তার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছে চিকিৎসক।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই সময় আইন শৃংখলা বাহিনির সদস্যরা ঘটনাস্থল থেকে একজনের কাটা আঙ্গুল উদ্ধার করেন।

সদর হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসক সিনিয়র কনসালটেন্ট ডা: অসিম কুমার সাহা জানিয়েছেন, শরীরের বিভিন্ন জায়গায় কাটা ছেড়া সহ মাল্টিপুল ইনজুরি নিয়ে ৪ জন হাসপাতালে এসেছে। এর মধ্যে ফয়সাল নামে এক জনের অবস্থা আশঙ্কা জনক। তার গলা কাটা ও বড় ক্ষত রয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ৪ জনকেই ঢাকায় প্রেরন করা হয়েছে।

সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: এমদাদ হোসেন জানান,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা। কারা এই ঘটনা সাথে জড়িত তাদের শনাক্তের কাজ শুরু করা হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT