1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৫ জুন ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান ইউনিটি ফর সোসাইটি’র উদ্যোগে শিবপুরে খড়িয়া গণ পাঠাগারের উদ্বোধন রায়পুরায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু শিবপুরে বাস ও বিভাটেকের মুখোমুখি সংঘর্ষ, স্ত্রী নিহত স্বামী গুরুতর আহত চর আড়ালিয়া ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি মামুন এবং সাধারণ সম্পাদক সবুজ রায়পুরায় গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্রী তাফসিরার মৃত্যু পলাশে গণসংযোগে ব্যস্ত সময় পার করলেন মঈন খান নরসিংদীর বেলাবতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ নিহত ১, ১১ পুলিশ সদস্যসহ আহত ২০

ঢাকা বিশ্ববিদ্যালয় নরসিংদী সদর ছাত্রকল্যাণ পরিষদের ইফতার ও পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১২৯ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী সদর ছাত্রকল্যাণ পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইফতার ও পূর্নমিলনীর আয়োজন করা হয়েছে। শক্রবার (২৮ মার্চ) নরসিংদী সদর নজরপুর ইউনিয়ন নবীপুর চেয়ারম্যান গার্ডেন এ আয়োজিত হয়। এসময় উপস্থিত ছিলেন গাজী টিভির সাংবাদিক তৌহিদুর রহমান, বাংলাদেশ কাস্টমস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুব শ্যামল, নরসিংদী কলকারখানা অধিদপ্তরের এ আই জি তৌহিদুল হক ভুইয়া,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ১ নং আহবায়ক সদস্য ও কেন্দ্রীয় ছাত্রনেতা রোমান পাঠান,বিসিক আইন কর্মকর্তা মাহবুব শিপু,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট হাসান আবেদুর রেজা বায়জিদ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী বৃন্দ।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন সদর ছাত্রকল্যাণের সভাপতি মেহেদী হাসান ইমন, সাধারণ সম্পাদক খন্দকার সুমন সহ কমিটির একাধিক সদস্য। পাশাপাশি উপস্থিত ছিল সদরের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রোমান পাঠান বলেন, শিক্ষার্থীদের কেউ আর্থিক সমস্যা,চিকিৎসা বা অন্যান্য যেকোনো জটিলতায় সবাই পারস্পরিক সহযোগিতায় এগিয়ে আসা এবং সবাই ঐক্য বদ্ধ হয়ে একে অপরের সাথে আন্তরিকতা বাড়ানুর মধ্য দিয়ে অত্র সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় তিনি আরো বলেন, আমরা চেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় নরসিংদী সদরের সিনিয়র-জুনিয়র সবাই উপস্থিত হয়ে একসাথে একদিন ইফতার করবো এবং আমরা সেটা করতে পেরেছি। আমরা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে পেরে খুবই আনন্দিত। এই অনুষ্ঠানটি আমাদের পাশে থেকে সফলভাবে সম্পন্ন করার জন্য আমার পক্ষ থেকে সকল সিনিয়র- জুনিয়রসহ উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নরসিংদী সদর ছাত্রকল্যাণ পরিষদ সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছিল, করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে ইনশাল্লাহ্‌।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT