আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে ২৪ এর জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দুলাল কান্দিতে শহীদ মোঃ রাছেলের পরিবার এবং বিন্নাবাইদ ইউনিয়নের বিন্নাবাইদ গ্রামের শহীদ কামাল মিয়ার পরিবারকে বেলাব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসাঃ খাদিজা আক্তার ও বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি সাইদি হাসান। ঈদ উপহারের প্রতিটি প্যাকেটে, পোলাও চাল, সয়াবির তেল, চিনি,পাউডার মিল্ক, সেমাই, বিভিন্ন ধরনের মসলা।
শহীদ কামালের মা বলেন, ঈদের আগে ইউএনও মহোদয় আমাদের জন্য উপহার নিয়ে এসেছে, আমার ঘর নাই তিনি আমাকে ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
বেলাব উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম বলেন, ঈদুল ফিতর উপলক্ষে বৈষম্য বিরোধী আন্দোলনে বেলাবো উপজেলার দুইটি শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।