নিজস্ব প্রতিবেদক : ‘এ হোক অঙ্গীকার মালিতা হবে মানবিকতার’ এ স্লোগান নিয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুরে ১০ টাকার বিনিময়ে মিলছে হাজার টাকার ঈদ বাজার।
আজ শুক্রবার ( ২৮ মার্চ ) সকালে চরসিন্দুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে মালিতা গ্রামের মালিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ঈদ বাজার বসে।
মালিতা স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সভাপতি মো. হানিফ মিয়ার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, আরজু ভূঁইয়া, কাউসার ভূঁইয়া, মনির হোসেন মন্টু, আবুল হোসেন, রেজাউল করিম মোস্তাক, আপেল মাহামুদ, কামরুল ইসলাম , সংহঠনের সাধারণ সম্পাদক ইউসুফ ভূইয়া, সংগঠন এর সদস্যগন ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এসময় প্যান্ডেল করে সারি সারি ভাবে দোকান বসিয়ে সুবিধাবঞ্চিত অসহায় ও হতদরিদ্র নারী ও পুরুষের মাঝে ১০ টাকার বিনিময়ে ১৫০ জনকে হাজার টাকার ঈদ বাজার সামগ্রী তুলে দেয়া হয়েছে । মাত্র ১০ টাকার বিনিময়ে এখান থেকে সেমাই, চিনি, দুধ , চাল, ডাল, তেল, সাবান, মুরগী আটটি পণ্য নিয়েছেন নিন্ম আয়ের মানুষজন। ব্যতিক্রম এই উদ্যোগের বিষয়ে জানতে চাইলে সামাজিক সংগঠন মালিতা স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সভাপতি হানিফ মিয়া বলেন, ২০২১ সাল থেকে সংগঠনটির যাত্রা শুরু হয়। সমাজের বিত্তবান যারা আছেন, তাদের থেকে আমরা বিভিন্ন সময় অর্থ সহায়তা নিয়ে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে তা বিতরণ করি। তারই ধারাবাহিকতায় অন্যান্য সময়ের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ১০ টাকার ঈদ বাজারের উদ্যোগ নিয়েছি।