নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। নরসিংদী জেলা প্রশাসক নরসিংদীকে আহবায়ক ও জেলা ক্রিড়া কর্মকর্তা নরসিংদীকে সদস্য সচিব ও ৭ জন সদস্য দিয়ে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে৷
সদস্যরা হলেন সাবেক ফুটবলার আওলাদ হোসেন মোল্লা, ক্রিকেট কোচ শফিকুল গনি রাজিব, ক্রিকেট সংগঠক জাহিদুল কবির ভুইয়া, ক্রিড়া সংগঠক মো: নাজমুল আলম, ক্রিড়া সংগঠক আবদুল কাইউম মোল্লা, ছাত্র প্রতিনিধি রফিকুল ইসলাম সুজন, ক্রিড়া সাংবাদিক তৌহিদুর রহমান।
২৭ মার্চ জাতীয় ক্রিড়া পরিষদের যুগ্ম সচিব মো: আমিনুল ইসলাম, এনডিসি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২ (১৫)-এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসরণে নরসিংদী জেলার জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২ (৪) ও ৮-এ বর্ণিত পরিষদের মাননীয় চেয়ারম্যান কর্তৃক সদয় অনুমোদিত হয়েছে।