নিজস্ব প্রতিবেদক : আজ ২৭ মার্চ নরসিংদী জেলা বিএনপির সাবেক সভাপতি, নরসিংদী সদর-১ আসন থেকে চারবার নির্বাচিত সংসদ সদস্য সামসুদ্দীন আহমেদ এছাকের ২০তম মৃত্যুবার্ষিকী। নরসিংদী শহরের বৌয়াকুড় মহল্লার বাসিন্দা এছাক বাংলাদেশ টেলিভিশন ও রেডিও’র তালিকাভুক্ত গীতিকার ও সুরকার ছিলেন।
১৯৮০ সালে বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত আবদুল মান্নান ভূঁইয়া ও তিনি একই দিনে বিএনপিতে যোগদান করেন। শ্রমিক নেতা থেকে ১৯৮৪ সালে নরসিংদী পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এছাক ১৯৯১, ১৯৯৬, মধ্যবর্তী ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। সভাপতি হিসেবে আমৃত্যু নেতৃত্ব দেন নরসিংদী জেলা বিএনপির।
‘শেষ উপহার’ চলচ্চিত্রে ‘চিরদিন তোমাকে ভালোবেসে যাব’ গানের কথা ও সুর দিয়ে জাতীয় পুরস্কার অর্জন করেন সামসুদ্দীন আহমেদ এছাক। তিনি নরসিংদী থেকে প্রকাশিত সাপ্তাহিক আরশীতে মুখ পত্রিকার প্রকাশক ছিলেন। তাঁর লেখা একাধিক গানের বই প্রকাশিত হয়েছে। তিনি সামসুদ্দীন আহমেদ এছাক সংগীত একাডেমির প্রতিষ্ঠাতা।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরশীনগর বটমূলে এছাক পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।