নিজস্ব প্রতিবেদক : ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি শ্রমিক দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকালে ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার অফিসার্স ক্লাবে পলাশ ঘোড়াশাল শিল্পাঞ্চল আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ আল আমীন ভুইয়ার সভাপতিত্বে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশ থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দস সাক্তার ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভুইয়া মিল্টন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলার শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ। আর সাথে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা শিল্পাঞ্চল আঞ্চলিক শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক বশির উদ্দিন, নির্বাহী সদস্য হাবিবুর রহমান,নির্বাহী সদস্য সাদিকুল ইসলাম ও নির্বাহী সদস্য লিয়াকত হোসেনসহ শ্রমিক দলে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ