নিজস্ব প্রতিবেদক : মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ও নরসিংদী- ৪(মনোহরদী- বেলাব) এর সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, এই দেশ থেকে ফ্যাসিস্টকে বিতারিত করা হয়েছে। শেখ হাসিনা পলায়ন করেছে তার দল সহ। কিন্তু এখনো জনগণের অধিকার যেনো বাস্তবায়ন করা না যায়। যাতে এই দেশে নির্বাচিত গণতান্ত্রিক সরকার না আসতে পারে। সেজন্য একটি মহল পায়তারা করছে। ভারত ও দেশে থেকে যাওয়া সৈরাচারের দোসরদের যৌথ প্রচেষ্টায় একটি চক্র বাংলাদেশের নির্বাচনকে বিলম্বিত করে মুক্তিযোদ্ধের চেতনায় আঘাত হানতে চায়।
বৈষম্যবিরোধী আন্দোলন এবং মহান ৭১’র মুক্তিযুদ্ধকে একীভূত করে স্বাধীনতার যুদ্ধকে জাতির সামনে হেয় প্রতিপন্ন করতে চায় একটি মহল। বিএনপিকে ক্ষমতায় যাইতে বাধাগ্রস্ত করতে চায়। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেন সম্মেলিত ভাবে রুখে দাঁড়াতে হবে। আগামীতে যদি আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে কোন প্রকার ষড়যন্ত্র করা হয়। তবে জনগণকে সাথে নিয়ে ঢাকা মুখী রাজপথ দখল করে নির্বাচনে দিন তারিখ আদায় করবো। অবিলম্বে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করতে হবে এই সরকারকে। নতোবা এই ঈদের পরে তারেক রহমানের নেতৃত্বে বৃহত্তম আন্দোলন গড়ে তোলা হবে।
আজ বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র মাহে রমজান ও বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আকন্দ এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন হারুন, উপজেলা মহিলা দলের সভানেত্রী মাসুদা বেগম, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি আলতাফ হোসেন সজল, সাধারন সম্পাদক সোহাগ মোল্লা প্রমুখ।