শেখ মানিক : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদীর শিবপুর পৌরসভার উদ্যোগে দুস্থ্য ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। সোমবার ২৪ মার্চ সকালে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ১হাজার ৫শ মানুষের প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়া হয়। চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী অফিসার মোসা: ফারজানা ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মু: আবদুর রহিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকলাপনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মোসতানশির বিল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম আবু রায়হান , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ, সাধারণ সম্পাদক শেখ মানিক প্রমুখ। পৌরসভার প্রতিটি ওয়ার্ডের দুস্থ্য ও অসহায়দের মাঝে ঈদ উপহার ১০কেজি করে ভিজিএফ চাল দেয়া হয়।