1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৫ জুন ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচদোনা-ঘোড়াশাল সড়কে তিন গাড়ির সংঘর্ষ, নিহত ১ শিশু, আহত ১০ মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান ইউনিটি ফর সোসাইটি’র উদ্যোগে শিবপুরে খড়িয়া গণ পাঠাগারের উদ্বোধন রায়পুরায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু শিবপুরে বাস ও বিভাটেকের মুখোমুখি সংঘর্ষ, স্ত্রী নিহত স্বামী গুরুতর আহত চর আড়ালিয়া ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি মামুন এবং সাধারণ সম্পাদক সবুজ রায়পুরায় গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্রী তাফসিরার মৃত্যু পলাশে গণসংযোগে ব্যস্ত সময় পার করলেন মঈন খান

বেলাবতে মহিলা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সেলাই মেশিন’সহ অন্যান্য সামগ্রী বিতরণ

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৩১ বার
Oplus_131072

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : ” দক্ষ সংগঠক গড়ে তুলি,সংগঠনকে সংহত করি” এই স্লোগান কে সামনে রেখে নরসিংদীর বেলাবতে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং শিক্ষা-চিকিৎসা সহায়তাসহ সেলাই মেশিন ও অন্যান্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৪ মার্চ) সকালে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে বারৈচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার আয়োজনে ও শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান ফাউন্ডেশন ও ঢাকাস্থ বেলাব উপজেলা সোসাইটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এনায়েত উদ্দিন মোহাম্মদ কায়সার খাঁনের এর সার্বিক সহযোগিতায় আলোচনা সভা এবং শিক্ষা-চিকিৎসা সহায়তাসহ সেলাই মেশিন ও অন্যান্য সামগ্রি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান ফাউন্ডেশনের সহযোগিতায় গরিব বেকার নারীদের ১০৫ টি সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ১০২ জনকে, ঘর দেওয়া হয় ১৫ জনকে, স্যানিটারি ল্যাট্রিন ১১ জনকে, টিউবওয়েল ২ জনকে ও চিকিৎসা সহায়তা ৩২ প্রদান করা হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী রাবেয়া খাতুন শান্তির সভাপতিত্বে ও লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম।

এই সময় আরো উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব বিপ্লব, চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট,শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন কলেজের অধ্যক্ষ আব্দুল আল মামুন, বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান (মাষ্টার),নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়া, ভাটের চর উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহানুল হক বাবুল,এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোক্তার হোসেন,নারায়ণপুর কেয়ার জেনারেল হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাসির উদ্দীন, সাবেক শিক্ষক আনোয়ার হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিন, অর্থ সম্পাদক পারভীন বেগম, আন্দোলন সম্পাদক মিনতী রানী সূত্রধর, প্রশিক্ষণ সম্পাদক মায়া রানী দাস’সহ প্রমুখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT