1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৬ জুন ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কলাবাগান থেকে উদ্ধার রক্তাক্ত মরদেহের পরিচয় মিলেছে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে তিনগাড়ির ত্রিমুখী সংঘর্ষে আহত যুবকেরও মৃত্যু পলাশে বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩ বেলাব-মনোহরদী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জুয়েলের গণসংযোগ দেশে চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৪৯ জন হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যু পলাশে আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালী ও সভা অনুষ্ঠিত পাঁচদোনা-ঘোড়াশাল সড়কে তিন গাড়ির সংঘর্ষ, নিহত ১ শিশু, আহত ১০ মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান

নারী সহিংসতা বন্ধের দাবিতে বেলাবতে মহিলা পরিষদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৮৬ বার
Oplus_131072

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক :”আমরা বিক্ষুব্ধ আমরা শোকাহত প্রতিবাদ জানাই প্রতিরোধ চাই” এই স্লোগানে বেলাবতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন আয়োজন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, বেলাব সাংগঠনিক জেলা শাখা। গণধর্ষণের শিকার নারী সহ দেশব্যাপী নারী, কণ্যা শিশু ধর্ষণ, গণধর্ষণ হত্যা ও সহিংসতা বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

বুধবার (১৯ মার্চ) দুপুর ১ টায় উপজেলার চর উজিলাব ইউনিয়নের বারৈচা বাসস্ট্যান্ডে বারৈচা-রায়পুরা আঞ্চলিক রোডে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী রাবেয়া খাতুন শান্তির সভাপতিত্বে ও লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তারের পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সাধারন সম্পাদক নাজরীন হক হেনা, সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিন, অর্থ সম্পাদক পারভীন বেগম, আন্দোলন সম্পাদক মিনতী রানী সূত্রধর, প্রশিক্ষণ সম্পাদক মায়া রানী দাস, প্রচার প্রকাশনা ও গণমাধ্যম সম্পাদক শাহিনূর আক্তার’সহ প্রমুখ।

বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী রাবেয়া খাতুন শান্তি বলেন, নারীর ওপর চলমান সহিংসতা বন্ধে দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT