আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী রায়পুরাতে ২০২৪-২৫ অর্থ বছরের “মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প” এর আওতায় বাস্তবায়িত পেয়াজ প্রদর্শনীর উপর মাঠ দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফ্রেব্রুয়ারি) বিকেলে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বাখরনগর গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন,আজিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচাক শস্য সুব্রত কান্তি দত্ত।
এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সোহেল রানা, উত্তর বাখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সোহেল রানা, উত্তর বাখরনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ শহীদ মিয়া, উত্তর বাখরনগর ইউনিয়নের ৪নং ওয়াড বিএনপির সভাপতি মোঃ চান মিয়া, সদস্য মোঃ শামসুল হক’সহ প্রমুখ ।