1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৫ জুন ২০২৫, ০২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান ইউনিটি ফর সোসাইটি’র উদ্যোগে শিবপুরে খড়িয়া গণ পাঠাগারের উদ্বোধন রায়পুরায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু শিবপুরে বাস ও বিভাটেকের মুখোমুখি সংঘর্ষ, স্ত্রী নিহত স্বামী গুরুতর আহত চর আড়ালিয়া ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি মামুন এবং সাধারণ সম্পাদক সবুজ রায়পুরায় গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্রী তাফসিরার মৃত্যু পলাশে গণসংযোগে ব্যস্ত সময় পার করলেন মঈন খান নরসিংদীর বেলাবতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ নিহত ১, ১১ পুলিশ সদস্যসহ আহত ২০

রায়পুরায় বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৪ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুড়েছে কার্যালয়টির ভেতরে থাকা দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি এবং আসবাবপত্র। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়ছেন স্থানীয়রা। গেলো ১২ ফেব্রুয়ারি একই উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির কার্যালয়েও হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এছাড়াও দেওয়ালে লিখে যায় ‘মৃত্যুর জন্য অপেক্ষা করো’। পরপর এমন ঘটনায় ক্ষোভ জানিয়েছেন দলটির অন্যান্য নেতৃবৃন্দরা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই দিন আগে ডৌকারচর ইউনিয়ন বিএনপির অফিসে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তবে ওই সময় ব্যর্থ হলেও গত রাতে তারা অফিসের তালা ভেঙে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অফিসের ভেতরে থাকা দলটির প্রতিষ্ঠাতা, চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ছবি এবং চেয়ার-টেবিলসহ সকল আসবাবপত্র পুড়ে যায়।

ডৌকারচর ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান মোল্লা জানান, আমাদের নেতা ও কর্মীরা শান্তিপূর্ণভাবে রাজনীতি করছে। অথচ আমাদের অফিসে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ জানান, অগ্নিসংযোগের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT