সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলার শাখার সেক্রেটারি মোহাম্মদ ইকরাম হোসেন এবার দলটির নরসিংদী জেলা কমিটিতে ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সহকারী দপ্তর সম্পাদক মো: ওয়ালী খান।
এদিকে দলটির নরসিংদী ও পলাশ উপজেলা শাখার নেতাকর্মীরা মোহাম্মদ ইকরাম হোসেনকে জেলার ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
মোহাম্মদ ইকরাম হোসেন জানান, আমাকে মূল্যায়ন করায় ধন্যবাদ জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সকল নেতৃবৃন্দকে। সবাই দোয়া চাই আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।