1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৫ জুন ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচদোনা-ঘোড়াশাল সড়কে তিন গাড়ির সংঘর্ষ, নিহত ১ শিশু, আহত ১০ মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান ইউনিটি ফর সোসাইটি’র উদ্যোগে শিবপুরে খড়িয়া গণ পাঠাগারের উদ্বোধন রায়পুরায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু শিবপুরে বাস ও বিভাটেকের মুখোমুখি সংঘর্ষ, স্ত্রী নিহত স্বামী গুরুতর আহত চর আড়ালিয়া ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি মামুন এবং সাধারণ সম্পাদক সবুজ রায়পুরায় গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্রী তাফসিরার মৃত্যু পলাশে গণসংযোগে ব্যস্ত সময় পার করলেন মঈন খান

হাসিনাকে আশ্রয় দিয়ে হিন্দুস্তান ক্ষমার অযোগ্য অপরাধ করেছে

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৪ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, দেশবসীকে আরো আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।আন্দোলন শেষ হয়ে যায়নি, এখনো সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করেই চলছে। বজ্জাত ওই মহিলাকে (হাসিনা) আশ্রয় দিয়ে হিন্দুস্তান যে অপরাধ করেছে তা ক্ষমার অযোগ্য।

তিনি শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদীর কাউরিয়াপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ নির্বাচনের রোডম্যাপের দাবীতে আজ আমাদের সভা করতে হচ্ছে। যাই করিনা কেন সে সব কিছুই হতে হবে জিয়া মতবাদকে ভিত্তি করে। তাই জিয়ার সাম্য ও জাতীয়তাবাদের ভিত্তিতেই আগামী দিনের রাজনীতি নির্ধারিত হবে। পাশাপাশি  প্রয়োজনীয় সংস্কার এবং সংবিধান সংস্কারেও জিয়ার মুল স্তম্ভের ভিত্তিতেই হতে হবে।

দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবীতে আয়োজিত সমাবেশের সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ন মহাসচিব ও জেলা বিএনপির আহব্বায়ক খায়রুল কবির খোকন ও সঞ্জালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল ইসলাম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক  নজরুল ইসলাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জি আশরাফ উদ্দিন বকুল, সদস্য আকরামুল হাসান মিন্টু, ইকবাল হোসেন শ্যামল, রাশেদ ইকবাল খান, সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল, ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন প্লাকার্ডসহ মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন বিএনপির নেতাকর্মীরা। সমাবেশ শুরুর আগেই সমাবেশস্থল লোকারণ্য হয়ে যায়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT