1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
শতভাগ জিপিএ ৫ পেয়ে দেশসেরা নরসিংদীর এনকেএম স্কুল রায়পুরায় মোবাইল কোর্টে ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ ও জরিমানা আদায় পলাশের যুবদল নেতা মনিরুজ্জামানের বহিষ্কারাদেশ প্রত্যাহার রায়পুরা ম্যারাথনের প্রস্তুতি ও রেজিষ্ট্রেশন শুরু করেছে আয়োজক কমিটি নরসিংদীতে ট্রেনের ভিতরে যাত্রীকে হত্যা: পালিয়ে থাকা অভিযুক্ত আসামি গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পলাশের আহসানুরের ব্রেন স্টোকে মৃত্যু এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১০ জুলাই খন্দকার আইটির কর্ণধার, খন্দকার মোঃ আলমগীর হোসেন এর জন্মদিন আজ পলাশের ডাঙ্গায় সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুরের ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার প্রবাসী ভাইয়ের লাশ আনার পথে দুর্ঘটনায় আরও দুই ভাইয়ের মৃত্যু

পলাশে মঈন খানের নির্দেশে দেয়ালে গ্রাফিতির উপর লাগানো পোস্টার অপসারণ

ফারদিন হাসান দিপ্ত | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৩ বার
Oplus_131072

ফারদিন হাসান দিপ্ত, নিজস্ব প্রতিবেদক : গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলায়নের পর সারা দেশের মতো নরসিংদীর পলাশের বিভিন্ন দেয়ালে দেয়ালে গ্রাফিতির মাধ্যমে শহীদদের স্মরণীয় করে রেখেছিলেন ছাত্র জনতা। পলাশের কয়েকটি স্থানে সেই গ্রাফিতির উপর ভুলবশত মরহুম আবদুল মোমেন খানের মৃত্যুবার্ষিকীর পোস্টার লাগানো হয়।

যা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ছাত্র জনতার একটি অংশ। যা নজরে আসে প্রয়াত আবদুল মোমেন খানের সুযোগ্য পুত্র, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি ও মন্ত্রী ড. আবদুল মঈন খানের। তাৎক্ষণিক এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন ড. আবদুল মঈন খান।

ড. আবদুল মঈন খানের নির্দেশে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেন ঘোড়াশাল পৌরসভা বিএনপি সিনিয়র সহ সভাপতি আলম মোল্লা। তিনি তাৎক্ষণিক নেতাকর্মীদের নিয়ে সেই পোস্টার অপসারণ সহ গ্রাফিতির উপর লাগানো অন্যান্য পোস্টার অপসারণ করেন।

এসময় ঘোড়াশাল বিএনপির সিনিয়র সহ সভাপতি আলম মোল্লা গ্রাফিতির উপর পোস্টার লাগানোর বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বেরাচারী সরকারের পতন হয়। যা ছাত্র জনতা গ্রাফিতির মাধ্যমে তুলে ধরেছেন। ছাত্র জনতার গ্রাফিতিতে সকল প্রকার পোষ্টার লাগানো নিষিদ্ধ করেন তিনি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT