1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে সংস্কার ছাড়া নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে: মুফতি ফয়জুল করীম নরসিংদীতে স্বৈরাচার হাসিনার ফাঁসির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল দালালের খপ্পরে রাশিয়ায় গিয়ে মৃত্যুর মুখে পলাশের যুবক, ফিরিয়ে আনার আকুতি শাহাবাগে শিক্ষকদের অবরোধে পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ রায়পুরায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর জাতীয় নাগরিক কমিটির পলাশ রাইজিং মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবপুরের ৪নং কাজিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবপুরে বিএনপি নেতা সুলতান উদ্দিন মোল্লার স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশ পরিচালনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ : মঈন খান নরসিংদীর বেলাবতে শিশুদের জন্য ফ্রী হৃদরোগ সেবা প্রদান

শিবপুরে দুই গাড়ির সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৮২ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরের ইটাখোলা মনোহরদী আঞ্চলিক সড়কে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহরিয়ার আলম শিপন (১৮) নরসিংদী প্রেসিডেন্সি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র নিহত হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখান থেকে তাকে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে সে মৃত্যুবরণ করে। আজ বাদ আসর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহত শাহরিয়ার শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের জয়নগর পশ্চিমপাড়া গ্রামের আবুল হাসেম মাস্টারের একমাত্র ছেলে। । জয়নগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

শিক্ষক দম্পতির একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় শাহরিয়ার বাবা-মা। তার বাবা ছেলের শোকে বারবার মূর্ছা যাচ্ছেন। শাহরিয়ার বাবা আবুল হাসেম মাস্টারের নির্বাক, একটানা তার চোখ দিয়ে পানি ঝড়ছে। প্রতিবেশী, আত্মীয়স্বজন, সহপাঠী কেউই চোখের পানি ধরে রাখতে পারছেন না।

নিহতের স্বজনরা জানায়, বুধবার বিকালে নরসিংদী থেকে মোটরসাইকেল নিয়ে শাহরিয়ার জয়নগরের বাড়িতে যাচ্ছিলেন। বিকাল আনুমানিক সাড়ে ৩ টার দিকে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বান্ধারদিয়া এলাকায় তার মোটরসাইকেলটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহরিয়ার মর্মান্তিকভাবে আহত হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় একটি হাসপাতালে সে মৃত্যুবরণ করে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন বলেন, বিকাল সাড়ে ৩ টার দিকে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মর্মান্তিকভাবে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT