জহিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের নগরীরচর কান্দাপাড়া গ্রামে প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে ভিলেজ ফাউন্ডেশন” এর উদ্যেগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার বিতরণ করা হয়েছে।
সাজ্জাদ আহমেদ এর সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন ভিলেজ ফাউন্ডেশন সহ- সভাপতি সিফাত উল্লাহ,সাধারণ সম্পাদক হানজালা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাজ্জাদ সহ ভিলেজ ফাউন্ডেশনের সকল সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে ইফতার বিতরণ কর্মসূচি সফল করেছেন।
জানা যায়, ২০২১ সালে প্রতিষ্ঠিত-শিক্ষা শান্তি ও মানবতার কল্যাণে আগামীর পথে-এই স্লোগানকে ধারন করে সমাজসেবামূলক সেচ্ছাসেবী যুব সংগঠন “ভিলেজ ফাউন্ডেশন” প্রতিষ্ঠিত হয়েছে।
এ সময় সংগঠনটি স্বাস্থ্যসেবা, শিক্ষার মানোন্নয়ন ,খাদ্য, পরিবেশসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে ইতোমধ্যে এলাকাবাসী সকলের মাঝে প্রশংসা লাভ করেছে।