1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ১৫ বছর পর ছাত্রশিবিরের কার্যালয় উদ্বোধন নরসিংদীতে “বাংলাদেশের অর্জন ও সম্ভাবনা” শীর্ষক আলোচনা সভা রায়পুরায় ইউপি চেয়ারম্যানের বিশ্রামাগার থেকে কম্বল ও টিসিবি’র তেল উদ্ধার শহীদ পরিবারকে ভুলে গেলে বেইমানি হবে : খায়রুল কবীর খোকন নরসিংদীতে জাকের পার্টির ছাত্র ফ্রন্টের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বারৈচা বাজারে সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ঘোড়াশালে ট্রাক নষ্ট হয়ে ২ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ খায়রুল কবির খোকন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব নিয়োগ পেলেন পলাশের কৃতি সন্তান শিবপুরে নরসিংদী পেশাজীবী সমন্বয় পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিবপুরে উপজেলা চেয়ারম্যানকে হত্যাচেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবীতে সভা

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ২৫৪ বার

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দীর্ঘ ২৫ বছরের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুনুর রশীদ খানকে গুলি করে হত্যাচেষ্টা মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২১ মার্চ) বিকালে উপজেলার ইটাখোলা গোলচত্বরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ প্রতিবাদ সভা করা হয়।

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন গুলিবিদ্ধ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ খান অ্যাম্বুলেন্সে করে এসে প্রতিবাদ সভায় যোগ দেন এবং হুইল চেয়ারে বসে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন।

এসময় হারুন অর রশিদ খান তার বক্তব্যে বলেন, কারা আমাকে বাসায় ঢুকে গুলি করেছে তারা চিহ্নিত হয়েছে। অস্ত্র সরবরাহকারী ও মদদদাতাদেরও আইনশৃঙ্খলা বাহিনী শনাক্ত করেছেন।

তিনি বলেন, তারা এমপি জহিরুল হক মোহন ও তার ভাই জুনায়েদুল হক জুনুর আশ্রয় প্রশ্রয়ে থেকে অতীতেও অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপকর্ম করেছে। প্রভাব খাটিয়ে মামলাটি ভিন্নখাতে নেয়ার চেষ্টা করা হচ্ছে। যারা আমার ওপর গুলির প্রতিবাদে সরব তাদেরকে হয়রানীর চেষ্টা করা হচ্ছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে তাকে হত্যা চেষ্টায় জড়িত অন্যান্য আসামীদের আইনের আওতায় আনার দাবি জানান।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মুহসীন নাজিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিলের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি সিরাজুল ইসলামা মোল্লা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম মাহবুবুল হাসান,

জেলা আওয়ামীলীগের সহসভাপতি মোন্তাজ উদ্দিন ভুইয়া, আমিরুল ইসলাম ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল কবির শাহিদ, কোষাধ্যক্ষ মাহফুজুল হক টিপু, শিবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভুইয়া সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুনুর রশীদ খানকে গত ২৫ ফেব্রুয়ারি সকালে শিবপুর সদরের বাজার রোডের নিজ বাসায় ঢুকে গুলি করে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। তিনি বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT