জহিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সরকারি তিতুমীর কলেজে অধ্যয়নরত কুমিল্লা জেলার শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর কলেজস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে।
সভাপতি পদে মো: আমিন মিয়া , সহ-সভাপতি পদে মো : মাহিন উদ্দিন, সাধারণ সম্পাদক পদে মোঃ আসাদুজ্জামান জনি ও দপ্তর সম্পাদক পদে মোঃ লুৎফর কবির মাহিন কে মনোনীত করে কার্যকরী পরিষদের কমিটির ঘোষণা করা হয়।
মঙ্গলবার (৭ মার্চ ) সন্ধ্যায় কার্যকরী উপদেষ্টামণ্ডলীর সদস্য মোঃ আখতারুজ্জামান রাসেল, রইস উদ্দিন, আমিনুল ইসলাম মানিক, গোলাম কবির, সভাপতি মো:বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১ (এক) বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে মো: শওকত, সিহাবুল ইসলাম ফয়সাল, রিয়াজ তালুকদার, মির্জা রাকিব, জাহিদ হাসান মিয়াজি, সাকিল আল নোমান।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে, কাজী সামিউল আলম শাকিব, মো: সোহেল মিয়া, রাকিব হাসান, মো: সালাউদ্দিন, মো:কামরুল শিকদার, লাহুল হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে, সাইদুর রহমান সোহান, সাবিকুন নাহার মুক্তা, আল আমিন সরকার, আরিফুল ইসলাম সরকার, রাকিবুল ইসলাম মিনাল, ফজলে রাফি, প্রচার সম্পাদক রাব্বি হোসেন, ছাত্রী বিষয়ক সম্পাদক মানসুরা আক্তার স্মৃতি। আগামী ১০ কার্যদিবসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি দেওয়ার জন্য বলা হয়েছে।