নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মাধবদীতে পারিবারিক কলহের জের ধরে আব্দুল গফুর (৮৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকালে মাধবদী পৌর এলাকার ছোট গদাইরচর এলাকায় এই গটনা ঘটে। সন্তানদের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। তবে তাকে আঘাত করে মারার দৃশ্য কেউ নিজের চোখে দেখেনি।
নিহতরে স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরেই গফুর মিয়ার এক ছেলে ও তিন মেয়েদের মধ্যে দোকান ভাড়ার টাকা এবং জমি ভাগাভাগী নিয়ে বিরোধ চলে আসছিলো। মঙ্গলবার যথারীতি ভাড়াটিয়াদের সাথে লেনদেন নিয়ে ভাইবোনদের সিদ্ধান্তের দিন নির্ধারিত ছিলো। এদিনই সকালে তারা তাদের বাড়িতে গফুর মিয়াকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে বোনের অংশ থেকে বিতারিত করতে পরিকল্পিতভাবে পিতাকে হত্যাকে অভিযোগ উঠেছে ছেলে আব্দুর রহমানের বিরুদ্ধে। অপর দিকে ভাইও অভিযোগ করছেন বোনেরাই তাকে বিপদগ্রস্থ করতে পিতাকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেছেন।
নিহতের মেয়ে আসমা আক্তার বলেন, আব্বার সাথে দোকান ভাড়ার টাকা নিয়ে ভাইয়ের মনোমালিন্য চলছিল। বাবাকে না বলেই সে দোকান ভাড়ার টাকা আত্মসাৎ করেছে। আজ সে বিষয়ে বাবা ভাই ও দোকানের ভাড়াটিয়া একসাথে বসে বিষয়টি সমাধান করার কথা ছিল। ধরা পড়ার ভয়ে সে বাবাকে মেরে ফেলেছে।
নিহতের ছেলে আব্দুর রহমান বলেন, সকালে আমি বাজার থেকে বাড়িতে ফিরে দেখি বাবা টিউবলের পারে পড়ে আছে। পরে স্বজনদের সহযোগিতায় বাবাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কিন্তু বোনেরা বলছে মিলে কি বাবা কে হত্যা করেছে। বিয়ের পরেও আমার দুই বোন বাড়িতে থাকে। আমার মনে হচ্ছে আমাকে সম্পত্তি থেকে বেদখল ও বাড়ি থেকে বের করার উদ্দেশ্যেই তারা চক্রান্ত করে বাবাকে হত্যা করে, সেই দায় আমার উপর চাপিয়ে দিচ্ছে।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহমুদুল কোভিদ বাসার বলেন, আব্দুল গফুরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় দুই তিন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
মাধবদী থানার উপ-পুলিশ পরিদর্শক জুয়েল রানা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টাকা সংক্রান্ত ও পারিবারিক বিরোধেরে জেরে বৃদ্ধকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকান্ডের প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জানায়, হত্যাকান্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে আব্দুর রহমানকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।