সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ইসলামী মহা সম্মেলনে বয়ান পেশ করবেন দেশের আলোচিত ও জনপ্রিয় ধর্মীয় বক্তা মুফতি আমির হামজা। আজ রবিবার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ঐতিহাসিক ঘাগড়া জামে মসজিদ প্রাঙ্গণে তিনি বক্তব্য রাখবেন।
ঘাগড়া যুব সমাজ ও মসজিদ কমিটির উদ্যোগে ৩দিন ব্যাপী ১১তম বার্ষিক ইসলামী মহা সম্মেলনের সমাপনী দিনে সভাপতিত্ব করবেন পলাশ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মো: মোজাম্মেল হক।
ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা সেক্রেটারী ও পলাশের ইছাখালী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার উপাধ্যক্ষ মো: আমজাদ হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ মো: কামরুল ইসলাম প্রমুখ।
আরও বয়ান পেশ করবেন,আলহাজ্ব হযরত মাওলানা মো: আবু সাঈদ নেছারী, হযরত মাওলানা মো: মনিরুজ্জামান সিরাজী।