1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
শতভাগ জিপিএ ৫ পেয়ে দেশসেরা নরসিংদীর এনকেএম স্কুল রায়পুরায় মোবাইল কোর্টে ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ ও জরিমানা আদায় পলাশের যুবদল নেতা মনিরুজ্জামানের বহিষ্কারাদেশ প্রত্যাহার রায়পুরা ম্যারাথনের প্রস্তুতি ও রেজিষ্ট্রেশন শুরু করেছে আয়োজক কমিটি নরসিংদীতে ট্রেনের ভিতরে যাত্রীকে হত্যা: পালিয়ে থাকা অভিযুক্ত আসামি গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পলাশের আহসানুরের ব্রেন স্টোকে মৃত্যু এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১০ জুলাই খন্দকার আইটির কর্ণধার, খন্দকার মোঃ আলমগীর হোসেন এর জন্মদিন আজ পলাশের ডাঙ্গায় সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুরের ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার প্রবাসী ভাইয়ের লাশ আনার পথে দুর্ঘটনায় আরও দুই ভাইয়ের মৃত্যু

রায়পুরায় সরকারি খালের মাটি লুট, যাচ্ছে বসতবাড়ি সহ ইটভাটায়

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৯ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় জহির মিয়া নামক এক মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে একটি সরকারি খালের মাটি বিক্রি ও রাস্তার ঢাল কাটার অভিযোগ উঠেছে। খননযন্ত্র দিয়ে তোলা মাটি ট্রাক্টরের করে বিক্রি করা হচ্ছে বাসাবাড়ি ও ইটভাটায়। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, উপজেলার মরজাল ইউনিয়নের ব্রাহ্মণেরটেক এলাকার রামগঙ্গা খাল খননের পর পাড়ে রাখা মাটি ও পাশের জমির উর্বর জমি থেকে মাটি একটি খননযন্ত্র দিয়ে কেটে বিক্রি করছেন ব্যবসায়ী জহির মিয়া। ট্রাক্টর দিয়ে মাটি নেওয়ার জন্য পাশের সরকারি রাস্তার ঢাল কাটার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গাড়ি প্রতি মাটি (ট্রাক্টর প্রতি) আড়াই হাজার টাকায় স্থানীয় ব্যক্তি ও ইটভাটার মালিকদের কাছে বিক্রি করছে বলে জানিয়েছে স্থানীয়রা। সরকারি খালের মাটি লুট হলেও প্রভাবশালী ওই ব্যবসায়ীর বিরুদ্ধে কেউ সরাসরি প্রতিবাদ জানাতে সাহস পায় নি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, খালের পাড়ে রাখা মাটি কেটে সমতল জমিতে রূপান্তর করে দিয়েছে জহির মিয়া। এছাড়া খালের পাড় ঘেঁষে থাকা জমি থেকেও কেটে নেওয়া হচ্ছে মাটি। তবে এসব মাটি ট্রাক্টরে করে যাওয়ার জন্য সরকারি রাস্তা কেটে তৈরি করা হয়েছে বিশাল ঢাল।

ট্রাক্টর চালক নুর আলম জানান, পাশের গ্রামে এক ব্যক্তির বাড়িতে মাটি পৌঁছে দিচ্ছি। আমিসহ আরো কয়েকজন ট্রাক্টর চালক এখানে কাজ করছেন। এ ব্যাপারে এর বেশি বলতে পারবনা।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই ব্যক্তি জানান, দুই বছর আগে খননের সময় রামগঙ্গা খালের মাটি দিয়ে পাড় নির্মাণ করা হয়েছিল। সেই মাটি লুট করে বিক্রি করে দিচ্ছে জহির মিয়া। গাড়িতে করে মাটি নেওয়ার জন্য সরকারি রাস্তার ঢাল কেটে রাস্তা তৈরী করা হয়েছে। এই ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপসহ জড়িত ব্যক্তির বিচার দাবি জানিয়েছেন তারা।

সরকারি খালের পাড়ে রাখা মাটি বিক্রি ও রাস্তার ঢাল কাটার বিষয়ে তেমন কোন মন্তব্য না করলেও জমির মাটি বিক্রির বিষয়ে জহির মিয়া বলেন, প্রায় ১ মাস আগে জমির মালিক আফসার উদ্দিনের সাথে পার্শ্ববর্তী জমির সাথে মিল রেখে মাটি কাটার চুক্তি হয়। চুক্তি অনুযায়ী জমির মালিককে জমি উর্বরতা বাড়তে সার ও বীজ দেওয়ার চুক্তি হয় বলে জানান তিনি।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, বিষয়টি আমরা আপনাদের (সাংবাদিকদের) কাছ থেকে জেনেছি। ঘটনা প্রমানিত হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT