1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
শতভাগ জিপিএ ৫ পেয়ে দেশসেরা নরসিংদীর এনকেএম স্কুল রায়পুরায় মোবাইল কোর্টে ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ ও জরিমানা আদায় পলাশের যুবদল নেতা মনিরুজ্জামানের বহিষ্কারাদেশ প্রত্যাহার রায়পুরা ম্যারাথনের প্রস্তুতি ও রেজিষ্ট্রেশন শুরু করেছে আয়োজক কমিটি নরসিংদীতে ট্রেনের ভিতরে যাত্রীকে হত্যা: পালিয়ে থাকা অভিযুক্ত আসামি গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পলাশের আহসানুরের ব্রেন স্টোকে মৃত্যু এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১০ জুলাই খন্দকার আইটির কর্ণধার, খন্দকার মোঃ আলমগীর হোসেন এর জন্মদিন আজ পলাশের ডাঙ্গায় সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুরের ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার প্রবাসী ভাইয়ের লাশ আনার পথে দুর্ঘটনায় আরও দুই ভাইয়ের মৃত্যু

নরসিংদীর মরজালে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১১৩ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিফাত ও সোহেল ফকির নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা এগারোটার দিকে রায়পুরার মরজাল হাইওয়ে সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, নরসিংদী সদর উপজেলার চিনিশপুরের এলাকার আখতারুজ্জামানের ছেলে সিফাত (২৬) একই এলাকার ইকবাল ফকিরের ছেলে সোহেল ফকির (২৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বেলা এগারোটার দিকে ফ্রেশ কোম্পানির একটি কাভার্ডভ্যান মরজাল হাইওয়ে সড়ক হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে দুই আরোহী সিফাত ও সোহেল ফকির এ সড়ক পার হচ্ছিলেন। এসময় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় ওই দুই আরোহী। পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
সোহেল সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। আটক রয়েছে কাভার্ডভ্যানের চালক। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT