1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবতে দুর্গা পূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার নরসিংদী সরকারি কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান দক্ষিণ কোরিয়ায় সাগরে ডুবে বেলাব’র যুবকের মৃত্যু নরসিংদীতে পানিতে পড়েছিল চালকের মরদেহ খোকা : আমীর হামজা (রাসকিন আহমেদ জুয়েল) নরসিংদীর রায়পুরায় দুই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ২  বেলাবতে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় গর্ভবতী মায়ের অপুষ্টিতে ভোগা শিশুর মেধা বিকাশে অন্তরায় তেমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সফলতায়ও : আমির হামজা মনোহরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগ, আহত ২৫

বিভিন্ন প্রজাতির গাছ ও ফলের সমাহার বারৈচা বৃক্ষ মেলায়

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১২১ বার
Oplus_0

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : প্রতি বছরের মতো এবারে ও নরসিংদীর বেলাব উপজেলার চর উজিলাব ইউনিয়নের বারৈচা বাসস্ট্যান্ডে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আট দিন ব্যাপী বৃক্ষ ও ফলের মেলা শুরু হয়েছে। মেলা শুরু হয়েছিল ২৬ ই জুন। মেলা চলবে ৩ জুলাই পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত। বারৈচা রঙধনু সমাজ কল্যাণ যুব সংসদের আয়োজনে এই মেলা দেশের বৃক্ষ ও ফলের বেচাকেনা ও প্রদর্শনী কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে।

মেলায় প্রাকৃতিক আবহে সবকিছু সাজানো হয়েছে। যেন এক নতুন বিনোদনকেন্দ্রে রূপ নিয়েছে মেলা প্রাঙ্গণ। নানা শ্রেণিপেশার মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে এই বৃক্ষ ও ফলের মেলা।

এর আগে, বুধবার (২৬ জুন) বিকালে দুটি চারা রোপণের মাধ্যমে বৃক্ষ ও ফলের মেলা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে রঙধনু সমাজ কল্যাণ যুব সংসদের সভাপতি মাহমুদুল হাসান মৃদুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ সোহেলের পরিচালনায় উপস্থিত ছিলেন বারৈচা বাজার (বণিক) সমবায় সমিতির সভাপতি মোঃ মশিউজ্জামান (মশি), চর উজিলাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান, বারৈচা বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আমজাত হোসেন, রঙধনু সমাজ কল্যাণ যুব সংসদের সিনিয়র সহ -সভাপতি আবুল হাসান,অর্থ সম্পাদক আব্দুল রহিম, কার্যকরী সদস্য ইমরান হোসেন সুমন, কার্যকরী সদস্য শাহীন আহমেদ’সহ প্রমুখ।

ফলজ গাছের মধ্যে দেখা মিলছে আম, জাম, কাঁঠাল, লিচু, লটকন, বেল, খেজুর, লেবুসহ বিভিন্ন প্রজাতির দেশি ফল। আছে বিভিন্ন প্রজাতির বিদেশি ফল গাছও। কিছু কিছু গাছে ফলও দেখা গেছে। এর মধ্যে ক্রেতাদের সবচেয়ে বেশি আকৃষ্ট করছে লটকন গাছ। কয়েক ফুট উচ্চতার এসব গাছে লটকন ও ঝুলে আছে।

বনজ গাছের মধ্যে মেহগনি ও বটসহ বিভিন্ন ধরনের গাছ রয়েছে বৃক্ষ মেলায়। বিভিন্ন জাতের ফুল ও সৌন্দর্যবর্ধক গাছও শোভা বাড়াচ্ছে মেলার। এসব গাছের মধ্যে দর্শনার্থীদের সবচেয়ে আকর্ষিত করছে বিভিন্ন বনজ ও ফুলের গাছ।

মেলায় অংশ নেওয়া মোঃফরিদুজ্জামান বলেন, আমাদের কাছে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। সামনের আরও গাছ আনা হবে। মেলার শুরু থেকেই মোটামুটি দর্শনার্থী আসছে। তবে কেনা-বেচা হবে মেলার মাঝামাঝি সময়ে। এখন যারা আসছে তাদের বেশিরভাগই গাছ দেখতে আসছে।

এদিকে বিভিন্ন বয়সী ও শ্রেণি-পেশার মানুষদের বৃক্ষ ও ফলের মেলায় ঘুরতে দেখা গেছে। কেউ পরিবার নিয়ে এসেছেন, তো কেউ এসেছেন একা। তারা ঘুরে ঘুরে বিভিন্ন স্টলের গাছ দেখছেন, বিক্রেতাদের কাছ থেকে সেগুলো সম্পর্কে জানছেন এবং গাছ কিনছেন।

মেলায় দেখতে এসেছেন আশিক সুজন মামুন,তিনি জানান বারৈচা রঙধনু সমাজ কল্যাণ যুব সংসদের বৃক্ষ ও ফলের মেলা শুনে দেখতে আসছি। এইখানে এসে দেখে খুবই ভালো লাগছে।আমি পাঁচ টা আম গাছ কেনেছি।

রঙধনু সমাজ কল্যাণ যুব সংসদের সভাপতি মাহমুদুল হাসান মৃদুল বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় সবাই যাতে তার বাড়িতে গাছ রোপণ করে এইটাই আমাদের মেলার উদ্দেশ্য।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT