আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলার নারায়নপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের প্রবাসীদের নিয়ে গঠিত হয়েছে “দড়িকান্দি প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন”। শনিবার (২৫ মে) বিকালে দড়িকান্দি হোসাইনিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার মাঠে ফিতা কেটে ফাউন্ডেশনের কার্যক্রম উদ্বোধন করা হয়।
এসময় জাহিদ হাসান তুরানের সভাপতিত্বে ডাচ বাংলা ব্যাংক পিএলসি অডিট অ্যাডমিনিস্ট্রেটর মোঃ রুবেল আহমেদের পরিচালনায় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মাষ্টার, সাহেরচর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আব্দুল বাছেদ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ মজিবুর রহমান লাল মিয়া, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ মফিজ উদ্দিন , সমাজ সেবক শেখ জয়নাল আবেদীন, সমাজ সেবক মোঃ সাইদুর রহমান, ফরিদুজ্জামান ফরিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সিঙ্গাপুর প্রবাসী মোঃ সুজন মিয়া, কুরিয়া প্রবাসী সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য মোঃ মনির হোসেন’সহ প্রমুখ। এদিকে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ্য থেকে উদ্বোধন শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।