1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২২ মার্চ ২০২৫, ১২:৫০ অপরাহ্ন

শিবপুরে এমপি সিরাজুল ইসলাম মোল্লাকে সংবর্ধনা প্রদান

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ২০৯ বার

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী-৩ শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লাকে পুটিয়া ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে তেলিয়া বাজার ধান সবুজের মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম শিকদার।

এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলম, উপদেষ্টা সদস্য আবদুল হাই মাষ্টার,

উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাজুল, বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা। এছাড়াও সাবেক ছাত্রলীগ নেতা রাকিব ভূইয়ার সঞ্চালনায় পুটিয়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT