1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকা বিতরণের অভিযোগে আটক ১

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৮৩ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে বাড়ি-বাড়ি টাকা বিলি করার সময় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার (৬ জানুয়ারি) সাড়ে ৮টার দিকে উপজেলার বেলাব ইউনিয়নের মাটিয়ালপাড়া এ ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তির নাম মোঃ খলিল মিয়া। তার পিতার নাম মোঃ জয়নাল মিয়া। বাড়ি মাটিয়ালপাড়া এলাকায়। স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম খান বীরুর পক্ষে তিনি টাকা বিলি করছিলেন বলে পুলিশের কাছে স্বীকারুক্তি দিয়েছেন। এই ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

টাকা বিলির খবর পেয়ে বেলাব হতে ম্যাজেস্টেট গিয়ে তাকে ৭ দিনের কারাদন্ড প্রদান করে।

স্থানীয়রা বলছেন, একই দলের নেতা হিসাবে দলীয় মনোনয়ন না পাওয়ার খেদে মোঃ সাইফুল ইসলাম খান বীরু স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

ঘটনা সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মতিউর রহমান বলেন,ঈগল প্রতিকের এক কর্মীকে টাকা বিতরনের সময় মোবাইল কোর্ট ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার নাম খলিলুর রহমান। পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT