সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে সড়ক দুর্ঘটনায় হারুন মিয়া (৫০) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছে। আজ শনিবার (২৩ ডিসেম্বর) ভোরে উপজেলার ঘোড়াশাল পাঁচদোনা সড়কের এলিট স্টিল মিলের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত হারুন মিয়া ঘোড়াশাল পৌর এলাকার সাতমারার টেকের মৃত মিয়া বক্সের ছেলে।
ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, হারুন মিয়া ঘোড়াশাল বাজারে কাঁচামাল বিক্রি করতেন। আজ ভোরে নরসিংদীর বেলাব উপজেলার বারৈচায় কাঁচামাল কেনার জন্য বাসা থেকে বের হন তিনি। পরে অটো রিকশায় করে পা়ঁচদোনায় যাওয়ার পথে ভাগদী এলিট স্টিল মিলের সামনের সড়কে পিছন থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি অটোরিকশাকে ধাক্কায় দেয়। এতে হারুন সড়কে পড়ে গুরুতর আহত হয়। পরে আরেকটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলে নারী ভুঁড়ি বের হয়ে নিহত হন তিনি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন জানান, নিহত হারুনের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ গ্রহণ করতে আবেদন জানিয়েছেন। তাই পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।