শেখ মানিক : নরসিংদী জেলার অনেক বড় বড় ব্যবসায়ীকে পেছনে ফেলে নরসিংদী জেলার সর্বোচ্চ করদাতা মনোনীত হয়েছেন শিবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি তরুণ সমাজ সেবক মোঃ আজিজুর রহমান ভূইয়া খোকন। গত বুধবার (২০ ডিসেম্বর) ট্যাক্স কার্ড ও সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা স্মারক ক্রেষ্ট ও সনদপত্র এবং স্মার্ট কার্ড তুলে দেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
আজিজুর রহমান ভূইয়া খোকন ‘জেলার শ্রেষ্ঠ ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স শান্তা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। তিনি শিবপুর পশ্চিম পাড়া মহল্লার মরহুম হাজী আফসার উদ্দিন ভূঁইয়ার ছেলে। তিনি তাঁদের প্রতিষ্ঠানের সম্মান ধরে রাখতে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।