1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খায়রুল কবির নরসিংদী জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় বেলাবতে আনন্দ মিছিল নির্বাচন এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে: মনোহরদীতে বিএনপি নেতা জুয়েল নরসিংদী জেলা বিএনপির কমিটিকে স্বাগত জানিয়ে বেলাবতে আনন্দ মিছিল ও সভা অনুষ্ঠিত মনোহরদীতে ধান বোঝাই ট্রাক্টরের ধাক্কায় কৃষকের মৃত্যু নরসিংদীতে হত্যা ও যাবজ্জীবন সাজার ২ আসামি গ্রেপ্তার নারী কমিশনের সুপারিশ বাতিলের দাবিতে নরসিংদীতে হেফাজতের বিক্ষোভ মিছিল অসুস্থ শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা করলেন ঢাবি’র ছাত্রদল নেতা বাইজিদ নরসিংদীতে সাংবাদিক আবু তাহের এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল শিবপুরে আ.লীগের শাসনামলে মামলা ও নির্যাতনের শিকার বিএনপির ত্যাগী নেতা অহিদ মেম্বার ‘প্রতিবন্ধীদেরও সমাজে মাথা উচু করে দাড়ানোর অধিকার আছে’ – ইউএনও মাসুদ রানা

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫২ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে রুমান মিয়া (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার বাদুয়াচর রেলব্রীজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ।

নিহত রুমান উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিম পাড়ার হক মিয়ার ছেলে।

রেলওয়ে পুলিশ ও স্বজনরা জানায়, রুমানের পৈতৃক বাড়ি রায়পুরায় হলেও সে বোনের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বর এলাকায় থাকেন। সেখানে সে স্থানীয় কলেজে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত ছিলো। এক সপ্তাহ আগে সে বাবার বাড়ি রায়পুরায় ঘুরতে আসে। পরে সন্ধ্যায় বাদুয়াচর রেলব্রীজ এলাকায় ঘুরতে গিয়ে ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী ফাঁড়িতে নিয়ে আসেন। পরে স্বজনরা মরদেহ রুমানের বলে সনাক্ত করেন।

রুমানের চাচাত ভাই মামুন মিয়া বলেন, দুপুরে তার মা সহ পরিবারের সদস্যরা খালার বাড়িতে দাওয়াতে যায়। সে বাড়িতেই ছিলো। পরে খবর পাই সে ট্রেনে কাটা পড়ে মারা গেছে। সে বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান ছিলো। তার মৃত্যুর পরিবারে শোক নেমে এসেছে।

নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজিউর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে আমরা ফাড়িতে নিয়ে এসেছি। তবে কোন ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে আমরা এখনও তা নিশ্চিত করতে পারিনি। আর এঘটনায় পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT