নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে অটো চালক রবিউল ইসলামের হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে তার অসহায় মা ও এলাকাবাসী। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ৩ টার দিকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনটি শিবপুর কলেজ গেইট গোলচত্বর থেকে শুরু করে সদর রোড দিয়ে বাসস্ট্যান্ড হয়ে একই স্থানে এসে শেষ হয়। নিহত মোঃ রবিউল ইসলাম শিবপুর পূর্বপাড়ার মোঃ সবুজ মিয়ার ছেলে।
মানববন্ধনে অসহায় মা সন্তানের বিচার চেয়ে বলেন, আমার ছেলে রবিউল একজন অটোচালক। তাকে বাসস্ট্যান্ড থেকে কয়েকজন লোক যাত্রী বেশে দুলালপুরের সাতপাইকা এলাকায় নিয়ে গিয়ে ধান ক্ষেতের পাশে গলাকেটে হত্যা করে অটো নিয়ে পালিয়ে যায়। আমি একজন মা হয়ে আরেকজন মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছে আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই।
উল্লেখ্য, গত ২৯ নভেম্বর শিবপুর পূর্বপাড়া মোঃ সবুজ মিয়ার ২য় ছেলে মোঃ রবিউল ইসলাম দুলালপুর ইউনিয়নের সাতপাইকা এলাকায় খুন করে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।