নিজস্ব প্রতিবেদক : আলোচনা সভা ও কেক কাটাসহ নানা আয়োজনে নরসিংদীর বেলাবতে জনপ্রিয় দৈনিক কালবেলা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদের সভাকক্ষে বেলাব প্রেসক্লাবের সভাপতি শেখ আঃ জলিলের সভাপতিত্বে ও দৈনিক কালবেলা পত্রিকার বেলাব প্রতিনিধি আলমগীর পাঠানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা।
আরো বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ভাস্কর অলি মাহমুদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা প্রকৌশলী সামসুল হক ভূইয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন নিলু, শিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মানিক, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাদেক,
বেলাব প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক,যুগ্ম সম্পাদক মকবুল হাসান রজনী, অর্থ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রমজান আলী জুয়েল, দপ্তর সম্পাদক আলী হোসেন, সদস্য মোঃ বাদল মিয়া,আশিকুর ইসলাম সৈকত, ফয়সাল আহমেদ আব্দুল্লা ও দৈনিক গড়বো বাংলাদেশ জেলা প্রতিনিধি কাজী শাহিনূর আক্তার’সহ প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিদেরকে নিয়ে ১০ পাউন্ড ওজনের কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এ সময় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কালবেলার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং পত্রিকার সাফল্য কামনা করেন।