নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ নির্বাচনী এলাকার মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষকদের নিয়ে “মানসম্মত শিক্ষা বাস্তবায়নে শিক্ষকের ভূমিকা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঘোড়াশাল পৌর মিলনায়তনে আজ শনিবার (১৪ অক্টোবর) সকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাঁচদোনা স্যার কেজি গুপ্ত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম বিল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশের এমপি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ।
এ সময় আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী, ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল হক, ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান তালুকদার ও থানা সদর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন চন্দ দাস প্রমুখ।
পলাশ নির্বাচনী এলাকার ৭টি ইউনিয়ন ও ঘোড়াশাল পৌরসভার মাধ্যমিক স্কুল ও কলেজের ১০০০ শিক্ষক এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।