পারভেজ আহমেদ, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ মে) ডাংগা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের উল হাই।
ঘোষিত বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৪ কোটি ৪১ লাখ ৮৫ হাজার ৪ শত ৯০ টাকা এবং সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৩৬ লাখ ৪৫ হাজার ৪ শত ৬৭ টাকা, উদ্বৃত্ত তহবিল ৫ লাখ ৪০ হাজার ২৩ টাকা। এছাড়াও বাজেটে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, কৃষি ও দুর্যোগ মোকাবেলায় বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
এসময় ডাংগা ইউনিয়ন পরিষদ সচিব মোঃ মানিক মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল আলম। এসময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, ইমাম, শিক্ষক, ইউনিয়নের সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।