মো: আশাদউল্লাহ মনা : নরসিংদীর পলাশে অভিযান চালিয়ে প্রায় অর্ধশত অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। আজ সোমবার দুপুরে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের সান্তানপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পলাশ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানীর উপ-মহাব্যবস্থাপক নাছিমুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরেই একটি অসাধু চক্রের যোগ সাজশে এই অঞ্চলে অর্ধশতাধিক অবৈধ আবাসিক সংযোগের মাধ্যমে বাসা-বাড়িতে ব্যবহার করে আসছিলো। এই খবর পেয়ে
নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় বেশ কিছু রাইজারের মাধ্যমে নেয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় অনিয়মের অভিযোগে অবৈধ সংযোগধারীদেরকে ৮টি মামলায় ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন কোম্পানীর ব্যবস্থাপক মাকসুদুর রহমান, ডেপুটি ম্যানেজার মজিবুর রহমান, সুরজিৎ কুমার সাহা সহ তিতাস গ্যাস কোম্পানীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।