আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বেলাব উপজেলা ছাত্রদলের উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৯ এপ্রিল) বিকালে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে বারৈচা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের মাঠে উপজেলা ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য ও বেলাব উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে ও মোঃ রাকিবুল হাসান পাপনের পরিচালনায় উপস্থিত ছিলেন চর উজিলাব ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক মোঃ মোস্তফা (মেম্বার), ছাত্রদলের মুহাম্মদ আরমান মিয়া, মিঠুন আহমেদ, মোঃ রবিউল্লাহ, মোঃ আব্দুল্লাহ আল মামুন’সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।