নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৭ আগস্ট) বেলা ১১টায় মান সম্পন্ন প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
শিবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ সামসুল আলম ভূঁইয়া রাখিলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ খান, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জিন্নাত, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ সভাপতি মো: ফারুক খান প্রমুখ।
এছাড়াও প্রধান অতিথি শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও বৃক্ষ রোপন, শিবপুর পৌরসভা অফিস পরিদর্শন, উপজেলা ভূমি অফিস পরিদর্শন, উপজেলা পরিষদের অর্থায়নে ১৭জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, ছায়াবীথি স্কুলে অভিভাবকদের সাথে মতবিনিময় ও শিক্ষা উপকরণ বিতরণ, সাধারণ আশ্রয়ন প্রকল্প পরিদর্শন, পুটিয়া ইউপি কার্যালয় পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান প্রমুখ।