মোঃ আশাদউল্লাহ মনা : নরসিংদীর পলাশে উপজেলা পর্ষায়ে সরকারী দপ্তরের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী “ন্যাশনাল পোর্টাল” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে এসপায়ার টু ইনুভেট (এটুআই) প্রোগ্রামের সহযোগিতায় উপজেলা সম্মেলন কক্ষে আজ বুধবার সকালে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসপায়ার টু ইনোভেট(এটুআই) প্রোগ্রামের প্রকল্প প্রধান ( যুগ্ম সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। দিনব্যাপী কর্মশালায় সরকারী বিভিন্ন দপ্তরের ৩০ জন কর্মকর্তা অংশ নেয়।