1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৫ জুন ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান ইউনিটি ফর সোসাইটি’র উদ্যোগে শিবপুরে খড়িয়া গণ পাঠাগারের উদ্বোধন রায়পুরায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু শিবপুরে বাস ও বিভাটেকের মুখোমুখি সংঘর্ষ, স্ত্রী নিহত স্বামী গুরুতর আহত চর আড়ালিয়া ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি মামুন এবং সাধারণ সম্পাদক সবুজ রায়পুরায় গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্রী তাফসিরার মৃত্যু পলাশে গণসংযোগে ব্যস্ত সময় পার করলেন মঈন খান নরসিংদীর বেলাবতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ নিহত ১, ১১ পুলিশ সদস্যসহ আহত ২০

পলাশে ছাত্রশিবিরের সংবর্ধনা পেল ৭০০ শিক্ষার্থী

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৭ বার
Oplus_131072

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর পলাশ উপজেলার ২০টি উচ্চ মাধ্যমিক ও দাখিল মাদরাসার ৭০০ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঘোড়াশাল পৌর অডিটোরিয়াম মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির পলাশ উপজেলা দক্ষিণ শাখা এ সংবর্ধনা প্রদান করে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মু. সিবগাতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রনেতা সিবগাতুল্লাহ জুলাই ছাত্র আন্দোলনে শহীদ আনাসের লেখা চিঠি পাঠ করে বলেন, বিগত ১৫ বছর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা অসংখ্য মেধাবী শিক্ষার্থীদের কে খুন করেছে। জুলাই বিপ্লবের আন্দোলন চলাকালীন ১৬ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোনদের গায়ে হাত তুলেছে, ১৭ জুলাই বেরোবির আবু সাঈদকে শহীদ করেছে। আওয়ামী লীগ ছাত্রদের খুন করার মাধ্যমে ভয় দেখাতে চেয়েছিল, কিন্তু ছাত্র সমাজ ভয় পায়নি। ছাত্র সমাজ রুখে দাঁড়িয়েছে, যার ফলে জুলাই বিপ্লব সম্ভব হয়েছে।

তিনি জুলাই বিপ্লবের স্পিডকে ধারণ করে, ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকাসহ ইসলামী ছাত্রশিবিরের আহবানে সাড়া দিয়ে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার জোরপূর্বক ক্ষমতা দখল করেছিল। কিন্তু তারা মানুষের মন জয় করতে পারে নাই, যার ফলে ছাত্র জনতার নেতৃত্বে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল।

তিনি আরো বলেন, তিনি অত্র এলাকার সন্তান, গ্রামের সাধারণ একটা মাদ্রাসা থেকে বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া পর্যন্ত সকল সহযোগিতা করেছে ইসলামী ছাত্রশিবির। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় চান্স পাওয়াকে তিনি শিবিরের ক্রেডিট হিসেবে দাবি করেন। তিনি সবাইকে ছাত্রশিবিরের পতাকা তলে সামিল হয়ে দুনিয়া এবং আখিরাতের ক্যারিয়ারের উন্নতি সাধন করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলনা আমজাদ হোসেন, জেলা ছাত্রশিবিরের সভাপতি রুহুল আমিন, সাবেক সভাপতি নরসিংদী সভাপতি আকরাম খান ও আব্দুল্লাহ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কাশেম শিকদার প্রমুখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT