1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
এটিএম বুথের ভিতরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আসামি গ্রেপ্তার পলাশে নদীতে গোসলে নেমে নিখোঁজ কিশোর, ৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে দেশ হারালো এক বলিষ্ঠ দেশ প্রেমিককে : মঈন খান শিবপুরের শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের মূলহোতা অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার নরসিংদীতে ব্রিজ থেকে লাফ দিয়ে নদীতে গোসলে নেমে নিখোঁজ কিশোর পলাশে কলাবাগান থেকে উদ্ধার রক্তাক্ত মরদেহের পরিচয় মিলেছে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে তিনগাড়ির ত্রিমুখী সংঘর্ষে আহত যুবকেরও মৃত্যু পলাশে বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩ বেলাব-মনোহরদী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জুয়েলের গণসংযোগ দেশে চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৪৯ জন হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যু

নরসিংদীতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে নতুন রুপে ‘বিউটিরুম বাই আফরিন’

Reporter Name
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ২২৮ বার
Oplus_131072

জহিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে নতুন রুপে যাত্রা শুরু করল ‘বিউটিরুম বাই আফরিন’। নরসিংদী শহরের প্রাণকেন্দ্র হেমেন্দ্র সাহার মোড়ে ‘বিউটিরুম বাই আফরিন’ আরো বড় পরিসরে এবং অত্যাধুনিক সেলুনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে ফিতা ও কেক কেটে বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করেন ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশে খ্যাতনামা অভিনয় শিল্পী, সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব, শিল্পপতি, মডেল এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।

‘বিউটিরুম বাই আফরিন’ এর কর্ণধার আফরিন ইসলাম বলেন, সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি চুল ও ত্বক নিয়ে নানা সমস্যার কথা আমরা শুনে থাকি ফলে এটি এখন শুধু মাত্র স্টাইলের বিষয় নয় এটি একটি স্বাস্থ্যগত ব্যাপারও বটে। এর জন্য প্রয়োজন বিজ্ঞানসম্মত ট্রিটমেন্ট এবং প্রশিক্ষিত এক্সপার্ট। এসব ব্যাপার মাথায় রেখে নরসিংদীতে আরো বড় পরিসরে ‘বিউটিরুম বাই আফরিন’ আজকের উদ্বোধন করা হয়েছে।

তিনি আরো বলেন, নরসিংদীর মধ্যে এই প্রথম আমরা একটি অত্যাধুনিক মানের বিশেষ একটা বিগেস সেলুন করেছি, যেটা নরসিংদীর সকল সুন্দর্য প্রিয়সী আপুদের জন্য এটা একটি সুখবর। আমি ১২ বছর আগে প্রথম সেলুন শুরু করি। আর নরসিংদীতে সেলুন করেছি ৪ বছর হয়েছে। নরসিংদীর সকল আপুদের ভালবাসায় এত ইনস্পায়ার করেছে আমাকে যে আজকে নরসিংদীতে ‘বিউটিরুম বাই আফরিন’ একটি ভিগ ফ্যামেলি হয়েছে। অনেক বড় একটা ফ্যামেলি, আর এত বড় ফ্যামেলির জন্য ভিগেস সেলুন দরকার ছিল। যেটা আজকে সাকসেস, আমরা করতে পেরেছি।

আর এত এত ভালবাসা নরসিংদীর আপুদের পেয়েছি, যা বুঝাতে পারবো না। ‘বিউটিরুম বাই আফরিন’ মানেই নরসিংদীর আপুদের কাছে একটি ব্র্যান্ড। আর আমরা চেষ্টা করেছি সে ব্র্যান্ডটাকে আরো বড় করতে। আমাদের সেলুনে সকল সার্ভিস এভেলেভেল। এখন আর আপুদের কষ্ট করে ঢাকায় যেতে হবে না, আমাদের সেলুনেই সকল সার্ভিস পাবেন। আমরা অত্যাধুনিক মেশিন দ্বারা বর্তমানে নরসিংদীতেই এ সার্ভিসগুলো দিচ্ছি।

এছাড়া আমাদের এ সেলুনে ঢাকা থেকে ভাল ভাল এক্সপার্ট এনে ট্রেনিং দিয়ে থাকি। প্রতি সপ্তাহে আমরা এখানে ট্রেনিং করায়। আমরা আগ্রহী নারীদের তিন মাসের কোর্স করায়। এছাড়া এক ও দুই মাসেরও কোর্সগুলো করাচ্ছি। সেগুলো করে তারা অনুপ্রাণিত হয়ে বিভিন্ন জায়গায় নিজেরা আবার একটা কর্মসংস্থান করছে, সেলুন দিচ্ছে। এতে করে নারীরা উদ্যোক্তা হয়ে সাবলম্বি হচ্ছে।

আমাদের নিজস্ব স্কিন কেয়ার প্রোডাক্ট আছে। প্রতি দিন আমাদের এখানে ডক্টর থাকছেন। অধ্যাধুনিক মেশিন দ্বারা যে সার্ভিস দিচ্ছি আমরা, যা নরসিংদীতে কখনোই ছিল না। যা আমরাই প্রথম শুরু করি। ‘বিউটিরুম বাই আফরিন’ মানেই নতুনত্ত। আমরা সব সময় চেষ্টা করি আপগ্রেট এবং ইউনিক কিছু দিতে আমাদের ক্লাইন্ডদের। এ-টু জেট সেলুন সার্ভিস আমরা দিচ্ছে। এর পাশাপাশি আমরা এসথেটিক সকল ট্রিটমেন্ট দিয়ে থাকি। আর নরসিংদীতে এই প্রথম আমরাই এ সেবা চালু করেছি।

‘বিউটিরুম বাই আফরিন’ এর ম্যানেজার সাবিহা ইসলাম বলেন, ‘প্রায় ছয় হাজার স্কয়ারফিট জায়গা নিয়ে নরসিংদী শহরের হেমেন্দ্র সাহার মোড়ে (ব্রিটিশ বাংলা হাসপাতালের পাশে) আরহাম টাওয়ারের ১ম তলায় জেলার সর্ববৃহৎ ও সর্বাধুনিক সেলুন ‘বিউটিরুম বাই আফরিন’। এ সেলুনের বেশিরভাগ যন্ত্রপাতি দেশের বাইরে থেকে আনা হয়েছে। আর এসব যন্ত্রপাতি যারা চালাবেন অর্থাৎ সেবা দেবেন, তারা বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত এবং অভিজ্ঞ।
#

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT