1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৬ জুন ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কলাবাগান থেকে উদ্ধার রক্তাক্ত মরদেহের পরিচয় মিলেছে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে তিনগাড়ির ত্রিমুখী সংঘর্ষে আহত যুবকেরও মৃত্যু পলাশে বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩ বেলাব-মনোহরদী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জুয়েলের গণসংযোগ দেশে চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৪৯ জন হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যু পলাশে আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালী ও সভা অনুষ্ঠিত পাঁচদোনা-ঘোড়াশাল সড়কে তিন গাড়ির সংঘর্ষ, নিহত ১ শিশু, আহত ১০ মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান

রাত পোহালেই বইমেলা শুরু, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১১৩ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : আজ রাত পোহালেই আগামীকাল ১ ফেব্রুয়ারি মাসব্যাপী বইমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, এবং বাংলা একাডেমি এবার মানসম্পন্ন বইয়ের উপর বেশি গুরুত্ব দিয়েছে। যদিও নাশকতার শঙ্কা নেই, তবে মেলার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক রয়েছে।

হাতুড়ি-পেরেকের টুং-টাং শব্দ আর রঙের প্রলেপে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে ব্যস্ততা। শুরু হতে যাচ্ছে সৃজনশীলতা আর আবেগের এক অনন্য মেলবন্ধন, অমর একুশে বইমেলা।

এবারের বইমেলায় বিশেষভাবে তুলে ধরা হবে জুলাই চত্বর এবং বাড়ানো হয়েছে স্টলের সংখ্যা। বইয়ের মানের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। তিনি বলেন, যদিও সম্প্রতি মব কালচার নিয়ে কিছু ঘটনা ঘটেছে, তবে বইমেলায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।

বইমেলার নিরাপত্তা নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মাসব্যাপী বইমেলায় প্রতিদিন হাজারো মানুষের নির্বিঘ্ন সমাগম এবং নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ। যদিও নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই, তবুও মেলার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা দিয়ে। ১ ফেব্রুয়ারি মেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের নানা দিক তুলে ধরা হবে বইমেলায়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT