নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা ১১টায় পলাশ উপজেলা সম্মেলন কক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান সৈয়দ জাবেদ হোসেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, একাডেমিক সুপারভাইজার নাসরিন হক, পলাশ থানা সদর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাস সহ শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন সকলকে মননশীল ও সৃজনশীল হওয়ার পাশাপাশি বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।